নার্সদের কুপিয়ে আহত করা সেই করোনা রোগী সবুজ মারা গেছেন

মোঃ আশিকুর রহমান
জুলাই ২৮, ২০২১

Share Now

দুই নার্স ও এক ওয়ার্ড বয়কে ছুরিকাঘাত করা করোনা রোগী সবুজ পিরিস (৩৫) মারা গেছেন।

রাজধানীর গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত বৃহস্পতিবার (২২ জুলাই) মধ্য রাতে তিনি উত্তরা ১১ নম্বর সেক্টরের শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে সেই হাসপাতালের কর্তব্যরত নার্স মিতু রেখা, ইমোনা আফরোজা ও ওয়ার্ড বয় মো. সাগরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছিলেন।

উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা রোগী মো. সবুজ (২৪) রাত দেড়টার দিকে হঠাৎ করেই ছুরি নিয়ে কর্তব্যরত নার্স মিতু রেখা ও ইমোনা আফরোজা, ও ওয়ার্ড বয় মো. সাগরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

এ সময় কর্তব্যরত ওয়ার্ড বয় সাগর তাদের বাঁচাতে গেলে সাগরকেও ছুরিকাঘাত করা হয়। আহত তিনজনই শিন-শিন হাসপাতালে চিকিৎসাধীন।

সবুজের পরিবার দাবি করছে এই ৫ দিনে তার চিকিৎসায় ৫ লাখ ২০ হাজার টাকার বেশি খরচ হয়েছে শিন শিন জাপান হাসপাতালে । কিন্তু সবুজের শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। উল্টো তারা সবুজকে পিটিয়ে মেরে ফেলেছে।