পঞ্চগড়ের তাপমাত্রা ১১.৬ ডিগ্রি

তাহানুল মারুফ
ফেব্রুয়ারি ৭, ২০২৪

Share Now

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও আজ মেঘে ঢাকা পড়েছে সূর্য। রয়েছে বৃষ্টির আভাস।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে বলেন, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির আভাস থাকায় ভোর থেকে মেঘলা আকাশের কারণে সূর্য দেখা যায়নি। গত তিন দিন ধরে ১১-১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। পুরো মাঘ মাস তাপমাত্রা ওঠানামা করতে পারে বলে জানান তিনি।