পদ নিয়ে দ্বন্দ্বেই খুন হন লক্ষ্মীপুরের যুবলীগ-ছাত্রলীগ নেতা: পুলিশ

তাহানুল মারুফ
মে ৩, ২০২৩

Share Now

উপজেলা যুবলীগের কমিটিতে পদ পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরেই খুন হন লক্ষ্মীপুরের যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে দেওয়া জবানবন্দীতে এ তথ্য দিয়েছেন গ্রেপ্তার আসামি দেওয়ান ফয়সাল।

গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

এর আগে যুবলীগ-ছাত্রলীগ নেতা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে মঙ্গলবার সন্ধ্যায় ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দেন ফয়সাল ।

পুলিশ সুপার জানান, ফয়সাল তার জবানবন্দীতে বলেছেন, উপজেলা যুবলীগের কমিটিতে পদ না পাওয়ার জেরেই এই হত্যাকাণ্ড। সেই সাথে পৌরসভা কাউন্সিল নির্বাচনে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কাজ করা ও জিহাদীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নোমানকে হত্যা করা হয়।

মঙ্গলবার আদালতে ৭ আসামির জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। তবে সে আবেদন নাকচ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, পুলিশ ৫ আসামির ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে নিশান ও রুবেলের ৫ দিন এবং দ্বিতীয় দফায় সবুজ, বাবলু ও নাজিমের ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৫ এপ্রিল রাতে বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করা হয়।