পুকুরের খাদে আটকে দুই বোনের মৃত্যু

তাহানুল মারুফ
আগস্ট ১, ২০২২

Share Now

গোসল করতে নেমে পুকুরের তলদেশে ভরাট হয়ে থাকা খাদে (পলি মাটিতে ভরাট হওয়া লোদ) আটকে পড়ে রুমা ও মারিয়া নামে আট বছর বয়সি দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার বিকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের তরঙ্গীয়া কৃষ্ণতলা গ্রামে ওই স্কুলছাত্রীর শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রুমা আক্তার (৮) উপজেলার তরঙ্গীয়া কৃষ্ণতলা গ্রামের দেলোয়ার হোসেনের  শিশুকন্যা এবং  মারিয়া আক্তার (৮) একই গ্রামের শফিক মিয়ার শিশুকন্যা। নিহত দুজনই সম্পর্কে আপন মামাতো- ফুফাতো বোন। নিহতরা স্থানীয় ব্রাক ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী ছিল।

সোমবার সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী দুই শিশুকন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার তরঙ্গীয়া কৃষ্ণতলা গ্রামের প্রতিবেশী পরিবারের পুকুরে রোববার বিকালে গোসল করতে নামেন মামাতো-ফুফাতো বোন রুমা ও মারিয়া। সন্ধ্যা গড়িয়ে আসার পরও পরিবারে ফিরে না আসায় তাদের সন্ধানে নামে পরিবার ও প্রতিবেশীরা। পরে প্রতিবেশীরা গ্রামের পুকুরঘাটে তাদের জামা-কাপড় দেখে পুকুরেই তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের তলদেশে থাকা খাদে আটকেপড়া অবস্থায় দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেন গ্রামের প্রতিবেশী লোকজন।

সোমবার সকালে উপজেলার ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন মিয়া যুগান্তরকে বলেন, ধারণা করছি— গোসল করতে নেমে দুই বোন পুকুরের তলদেশে ভরাট হয়ে থাকা খাদে (পলি মাটিতে) আটকে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।