পুলিশ বাহিনীকে ধনী রাষ্ট্রের উপযোগী একটা পুলিশ বাহিনীতে রূপান্তর করতে হবে : আইজিপি

তৌহিদুল ইসলাম
সেপ্টেম্বর ১, ২০২১

Share Now

দেশের উন্নয়নের সঙ্গে পুলিশ বাহিনীকেও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

বুধবার পুলিশ সদরদপ্তরে ‘পুলিশ নিউজ’ (news.police.gov.bd) পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “২০৪১ সালে যদি বাংলাদেশ ধনী রাষ্ট্র হব বলে টার্গেট করি। তাহলে পুলিশ বাহিনীকে ধনী রাষ্ট্রের উপযোগী একটা পুলিশ বাহিনীতে রূপান্তর করতে হবে এবং এই প্রক্রিয়াটা হতে হবে সমান্তরাল, একই সঙ্গে।

“সেজন্য ইতোমধ্যে ২০ বছরের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের পর্যায়ক্রমে উন্নতির সঙ্গে সঙ্গে পুলিশকেও ধাপে ধাপে উন্নত করতে চাই।”

প্রযুক্তিগত উন্নতির দিকে নজর দেওয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, “দেশ টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং পুলিশকেও এডভান্স করতে হবে টেকনোলজির দিক থেকে। এ লক্ষ্যে অপারেশনাল কাজগুলোকে যতদূর সম্ভব ‘হাইটেক’ রূপান্তর করতে চাই। পাশাপাশি প্রাশাসনিক, অ্যাডমিনিসট্রেটিভ, লজিস্টিক অপারেটরগুলো কম্পিউটারাইজ করতে চাই, সফটওয়্যার নিয়ে আসতে চাই।”