পেগাসাসের মাধ্যমে ফোনকলে গোপন নজরদারির ঘটনায় উদ্বেগ বাড়ছে বাংলাদেশে

সংবাদ ডেস্ক
জুলাই ৩০, ২০২১

Share Now

ইসরায়েলের সফটওয়্যার স্পাইওয়ার পেগাসাসের মাধ্যমে ফোনকলে গোপন নজরদারির ঘটনা  একে একে সামনে আসায় উদ্বেগ বাড়ছে বাংলাদেশে। 

পেগাসাস সফটওয়্যার ব্যবহারের তালিকায় বাংলাদেশের নামটি এখনও উঠে না আসলেও মোবাইল ফোন ও ইন্টারনেটের নজরদারির একাধিক ঘটনায় আতঙ্ক বাড়ছে।

নানা সময়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে ফোনালাপ ফাঁস বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগও তো কম আসেনি। 

সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, রাজনীতিবিদ এবং সাংবাদিকসহ অনেকের মোবাইল ফোন কথোপকথনের রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।কারা এই কাজ করছে সেটি নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ এবং চিন্তা বাড়ছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মোবাইল ফোনে আড়ি পাতা কিংবা ইন্টারনেটে নজরদারির বিষয়টি প্রয়োজন হয় রাষ্ট্র ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এবং অপরাধী-চক্রের গোপন পরিকল্পনা আগে থেকে জেনে সে অনুযায়ী ব্যবস্থা নেবার জন্যই নজরদারির প্রয়োজন। তবে বিষয়টি হতে হবে আইনগত কাঠামোর ভেতর দিয়ে।

কিছু শর্তসাপেক্ষে বাংলাদেশে ব্যক্তিগত গোপনীয়তার রক্ষার নিশ্চয়তা দেয়া হয়েছে সংবিধানে।কিন্তু সংবিধানে যাই থাকুক না কেন, বাস্তবে যে সেটি কতটা হয় তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।