বাংলাদেশের চিঠিতে আনুষ্ঠানিক সাড়া আইএমএফের, ঋণ চূড়ান্ত হবে কয়েক মাসের মধ্যেই

জহুরুল হক
আগস্ট ৪, ২০২২

Share Now

ঋণ চেয়ে বাংলাদেশ সরকারের প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বুধবার সংস্থাটির একজন মুখপাত্র বিবৃতি দিয়ে আগ্রহের কথা জানান।

বিবৃতিতে কয়েক মাসের মধ্যেই ঋণের জন্য খাত ও অর্থের পরিমাণ চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়, কয়েক মাসের মধ্যে বাংলাদেশের জন্যও আরএসটি ফান্ড সচল হয়ে যাবে।

বাংলাদেশ চিঠি দেওয়ার এক সপ্তাহের মাথায় আনুষ্ঠানিকভাবে সাড়া দিল আইএমএফ।

রেসিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ট্রাস্ট (আরএসটি) ফান্ড থেকে ঋণ চেয়ে এ আবেদন করে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা সামাল দিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সরকার ইতিমধ্যে মুদ্রাপ্রবাহ নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে, মুদ্রা বিনিময় হার শিথিল করেছে, কম জরুরি পণ্য এবং জ্বালানি আমদানিতে সাময়িক কড়াকড়ি আরোপ করেছে। বিদ্যুৎ খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কম জরুরি প্রকল্পে বরাদ্দ স্থগিত করে বেশি জরুরি খাতে ব্যবহারের নির্দেশনা জারি হয়েছে। তারপরও আরও অনেক দেশের মতো বাংলাদেশও সাম্প্রতিক বৈশ্বিক সংকটের কারণে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদি সমস্যাগুলো সঠিকভাবে সামাল দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে, যেসব সমস্যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে।

এ ধরনের ক্ষেত্রে অর্থায়নে সহযোগিতা দিতেই আইএমএফ আরএসটি ফান্ড গঠন করেছে এবং বাংলাদেশও এ তহবিল থেকে অর্থ পেতে পারে উল্লেখ করে মুখপাত্র বলেন, এ তহবিল থেকে ঋণ পেতে হলে আইএমএফ-সমর্থিত প্রকল্প নিতে হবে।

বাংলাদেশের অনুরোধে সাড়া দিতে আইএমএফ প্রস্তুত রয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, আশা করা হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের জন্যও আরএসটি ফান্ড সচল হয়ে যাবে। আর এ সময়ে আইএমএফ কর্মীরা প্রকল্প চূড়ান্ত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা এগিয়ে নেবে।