বাণিজ্য সম্পর্ক বাড়াতে তাসখন্দ সফরে যাবে এফবিসিসিআই প্রতিনিধিদল

তৌহিদুল ইসলাম
জুলাই ৩১, ২০২২

Share Now

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে নিতে শিগগিরিই তাসখন্দ সফর করবেন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একটি প্রতিনিধি দল।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

ADVERTISEMENT

রোববার (৩১ জুলাই) তাসখন্দের বাংলাদেশ দূতাবাস জানায়, বর্তমানে বাংলাদেশে অবস্থান করা উজবেকিস্তান রাষ্ট্রদূত শনিবার এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে সংগঠনটির প্রেসিডেন্ট জসিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট হাবিবউল্লা ডনসহ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি, প্রাকৃতিক গ্যাস ভিত্তিক শিল্প স্থাপন, যৌথ বিনিয়োগের সুবিধা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, যত দ্রুত সম্ভব এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল তাসখন্দ সফর করবেন।

শুক্রবার দুই দিনের সফরে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় আসেন উজবেক উপ-প্রধানমন্ত্রী জামসেদ খোদজায়েভ। তাসখন্দ থেকে প্রথম বারের মতো সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক ও বাণিজ্যিক সফর ছিল এটি।