বাবার সম্পত্তিতে সমান ভাগ চায় হিন্দু নারীরা

তৌহিদুল ইসলাম
সেপ্টেম্বর ১১, ২০২১

Share Now

হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন ও পিতার সম্পত্তিতে কন্যার অধিকারের দাবিতে বৈদিক নারী শক্তি সংঘ শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সংগঠনটি থেকে বলা হয়, হিন্দু ধর্মের এক ধর্মান্ধা এবং স্বার্থান্বেষী দল নিজেদের স্বার্থ রক্ষার্থে উত্তরাধিকার আইন সংশোধনের বিরোধিতা করছে। পিতার সম্পত্তিতে হিন্দু নারীদের ন্যায্য অধিকার রয়েছে। ভারতসহ সারা বিশ্বের হিন্দু নারীদের এই অধিকার দেওয়া হলেও বাংলাদেশে হিন্দু নারীদের এই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। 

সংগঠনটি থেকে আরও জানানো হয়, পিতার সম্পত্তিতে নারীদের ভাগের কথা বলা হলে; ভাইয়েরা বলে বাবার সম্পত্তি থেকেই বোনদের বিয়ে দেওয়া হয়। কিন্তু হিন্দু নারীদের নিশ্চিত ভবিষ্যৎ এবং সামাজিক মর্যাদার জন্য পিতার সম্পত্তিতে কন্যার অধিকারের প্রয়োজন রয়েছে। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংঘের সভাপতি অ্যাড. বিথিকা মুখার্জী ও সাধারণ সম্পাদক অ্যাড. চিত্রা রায়।