বিশ্বব্যাংক ও আইএমএফকে মিথ্যা তথ্য দিচ্ছে সরকার : ফখরুল

মোঃ আশিকুর রহমান
মে ৩, ২০২৩

Share Now

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরে কোনো অর্জন নেই। সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই, তারা মিথ্যা প্রচার করে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যাচারকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশ্বব্যাংক ও আইএমএফকে তারা মিথ্যা তথ্য দিচ্ছে।

বুধবার (৩ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, অবৈধ, অনির্বাচিত দখলদার সরকারের অধীনে বাংলাদেশ এখন প্রায় ধ্বংস রাষ্ট্রের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে পতিত হচ্ছে। সরকারের ব্যর্থতা ও দুর্নীতির কারণে আজ জনগণের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে।

তিনি বলেন, সত্যিকার অর্থে দেশে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সেই দলগুলোর সঙ্গে আমরা একজোট হয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। যুগপৎ আন্দোলনের প্রধান দাবি হচ্ছে এই সরকারের পদত্যাগ। নির্বাচনের সময় দেখেছি, এখানে নিরপেক্ষ সরকার না থাকলে জনগণ ভোট দিতে পারে না। তাই, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে।