ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড

তাহানুল মারুফ
মে ৩০, ২০২৩

Share Now

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক ধন্দিবাজারে ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকালে অভিযান চালায়।

এসময় আদালত ভুয়া ডিগ্রিধারী এক চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম জানান, এমবিবিএসসহ বিভিন্ন ভুয়া ডিগ্রি ও ভারত থেকে ট্রেনিং করা এমন তথ্য ব্যবহার করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন ভুয়া চিকিৎসক মো. জানে আলম।

ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি নিজের দোষ স্বীকার করেছেন। ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডে দণ্ডিত করা হয়েছে।

ভ্ৰাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার মোশারফ হোসেন সিজান ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।