ভোলায় অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত

তাহানুল মারুফ
মে ৪, ২০২৩

Share Now

ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বৃহস্পতিবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে জংশন বাজারের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের বিপরীত পাশে ইউছুফ সরদারের টিভি-ফ্রীজের শো-রুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততোক্ষণে বজারের আব্দুর রশিদের মেশিনারি পার্টসের দোকান, জামাল মুন্সির পার্টসের দোকান, জাহাঙ্গীর মেকারের পার্টসের দোকান, শহিদের ফাস্টফুডের দোকান, ইউছুফ সরদারের টিভি-ফ্রীজের দোকান, মো. আমির হোসেনের ওয়ার্কশপের দোকান, নওরেশ ডাক্তারের ওষুধের ফার্মেসী, নিজাম হাওলাদারের সুতার দোকান, রশিদের মেশিনারি মালামালের গোডাউন, কবিরের ফার্নিচারের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবাসায়ীদের।

ভোলা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন জানান, রাত আড়াইটার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ৮টি পুরোপুরি ও দুইটি আংশিকসহ মোট ১০টি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত ও কতো টাকার ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button