মাদারীপুরে চেস একাডেমি উদ্বোধন

তাহানুল মারুফ
এপ্রিল ১, ২০২৩

Share Now

মাদারীপুরে প্রথমবারের মতো চেস একাডেমি চালু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে শকুনী লেক পারের সমন্বিত জেলা সরকারি অফিস কার্যালয় ভবনের সাততলায় একাডেমির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

তিনি বলেন, বুদ্ধিমত্তার এ খেলায় অংশ নেওয়া সবাই মেধাবী। দাবা খেলায় প্রতিযোগিরা বিজয় লাভ করলে আগামীতে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হবে। এখান থেকে অনেকেই বিজয় লাভ করলে আন্তর্জাতিক খেলায়ও অংশ নিতে পারবেন।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপন) মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও জেলা প্রশাসক চেস একাডেমির সদস্য সচিব ইকবাল হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট সেবক মন্ডলসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।