মিষ্টিকুমড়ার ভেতরে ফেন্সিডিল, গ্রেপ্তার ১

তাহানুল মারুফ
অক্টোবর ২৭, ২০২১

Share Now

পাঁচবিবি প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে পাচারের সময় মিষ্টিকুমড়ার ভেতর থেকে ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বড়মানিক-কড়িয়া ও শালপাড়া যাওয়ার তিনমাথা মোড় থেকে ফেন্সিডিলসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (২৫)। তিনি উপজেলার সীমান্ত এলাকা পশ্চিম উচনা গ্রামের মৃত হেসাব আলীর ছেলে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, মাদকদ্রব্য পাচার হয়ে দেশের অভ্যন্তরে যেন প্রবেশ করতে না পারে, সে কারণে সীমান্তপথের মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়।

নিয়মিত মাদক উদ্ধার অভিযানে থানার সহকারী উপপরিদর্শক মো. রইচউদ্দিন বড়মানিক-কড়িয়া ও শালপাড়া যাওয়ার তিন মাথা মোড়ে অবস্থান নেয়।

এ সময় মাদক ব্যবসায়ী সাইফুল বড় বড় আকারের চারটি মিষ্টিকুমড়া প্লাস্টিকের বস্তায় করে নিয়ে ভ্যানের জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিল। এ সময় পুলিশ সাইফুলের বস্তায় রাখা কুমড়া হাতে নিলে ওজন অস্বাভাবিক বেশি অনুভব হয়।

পরে কুমড়াগুলো ভেঙে ভেতরে ৪৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। মাদক পাচারের অপরাধে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।