মুহিব উল্লাহ ‘কিলিং স্কোয়াড’র সদস্য গ্রেপ্তার

তৌহিদুল ইসলাম
অক্টোবর ২৩, ২০২১

Share Now

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় ‘কিলিং স্কোয়াড’র একজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম-পরিচয় জানানো হয়নি। তবে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক। 

রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিব উল্লাহকে গত ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই হাবিবুল্লাহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পাঁচজন ও উখিয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।