মেসি-এমবাপ্পে কি আর একই ক্লাবে খেলছেন না?

মোঃ আশিকুর রহমান
ডিসেম্বর ২৮, ২০২২

Share Now

বিশ্বকাপ ফাইনালের পর লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নাকি তলানিতে গিয়ে ঠেকেছে। আগামী দিনে তারা দুজন পিএসজিতে একসঙ্গে নাও খেলতে পারেন— এমনটিই জল্পনা তৈরি হয়েছে। 

তবে সেই জল্পনাকে উড়িয়ে দিলেন পিএসজি কোচ ক্রিস্টোফ গালটিয়ে। তিনি জানান, তার দলে কোনো সমস্যা নেই। গোটা পরিস্থিতির জন্য গালটিয়ে দায়ী করেছেন আর্জেন্টিনার বিতর্কিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে। 

কোচ জানান, বিশ্বকাপ শেষে এমবাপ্পে ক্লাবের অনুশীলনে যোগ দিলেও এখনো আর্জেন্টিনাতেই রয়েছেন মেসি। বড়দিন এবং নতুন বছরের ছুটি কাটিয়ে তিনি ৩ জানুয়ারি প্যারিসে যাবেন। 

জানা গেছে, বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনায় ফিরে বিজয় উৎসবে মার্তিনেস নানাভাবে এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপ করেন। একটি পুতুলের মুখে এমবাপ্পের ছবি লাগিয়ে রসিকতা করেন তিনি। সে সময় মেসি তার পাশেই ছিলেন। অথচ তিনি মার্তিনেসকে বাধা দেননি বলে অভিযোগ। তা থেকেই মনে করা হচ্ছিল মেসির সমর্থন রয়েছে মার্তিনেসের ওই কাজে। আর তাতেই জল্পনা তৈরি হয় ভবিষ্যতে পিএসজিতে এমবাপ্পে-মেসির পাশাপাশি খেলা নিয়েও।

গালটিয়ে বলেন, আমার দুই ফুটবলারের মধ্যে সম্পর্ক ঠিকই আছে। আমি ওদের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখব। বিশ্বকাপ ফাইনালের পর যা দেখেছি, তাতে কখনই মনে হয়নি মেসি কাউকে বিদ্রূপ করার চেষ্টা করেছেন। তবে এ রকম মনে হওয়ার কারণ একজনের ব্যবহারে, সে হলো আর্জেন্টিনার গোলরক্ষক।

তিনি বলেন, আমার কাছে খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। এমবাপ্পে হেরে গেলেও দারুণ খেলেছে ফাইনালে। এ রকম একটা ম্যাচে হারলে হতাশ তো হবেই। তাও খেলার শেষে ও মেসিকে অভিনন্দন জানিয়েছিল। মেসির আচরণও ছিল সহজ।