ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত বেড়ে ৫

তাহানুল মারুফ
নভেম্বর ১০, ২০২১

Share Now

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। আহত হয়েছেন আরও ১ জন।

নিহতরা হলেন- অটোরিকশা চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), বাউপুর গ্রামের কলিমউদ্দিন (৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) ও সালাম নবী (৩৫)। জানা যায়, নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিল। গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন।

তিনি বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকী আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে।