রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় ভাড়াটে খুনিরা

সংবাদ ডেস্ক
জুলাই ২৯, ২০২১

Share Now

রাজধানীর ভাষানটেক, কালশী, ক্যান্টনমেন্ট ও মাটি কাটা এলাকায় সক্রিয় ভাড়াটে খুনির দল। কিলিং মিশনে অংশ নেওয়ার পাশাপাশি দলের সদস্যরা করতো চাঁদাবাজি।

দলের তিন সদস্যকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসলো এমন চাঞ্চল্যকর তথ্য।

ক্যান্টনমেট এলাকার ঠিকাদার আরব আলীর কাছে চাঁদা দাবি করে সাহজামান সাবু, জিএমপি দুলাল ও সাইফুল ইসলাম সুজন নামের তিনজন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৩০ মার্চ ওই তিনজন আরব আলীকে হত্যার উদ্দেশে গুলি করে। এতে ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আরব আলী।

এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হলে জড়িতদের ধরতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ জুলাই) চাঁদপুরের হাইমচরে গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়া তিনজন জানান, তারা বিভিন্ন সময়ে চুক্তির মাধ্যমে কিলিং মিশনে অংশগ্রহণ করতো।

কন্ট্রাক্ট কিলিংয়ের পাশাপাশি আটকরা ভাষানটেক, কালশী ক্যান্টনমেন্ট ও মাটি কাটা এলাকায় চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করতো বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।