রাজশাহীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তাহানুল মারুফ
নভেম্বর ২৭, ২০২১

Share Now

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা পৌরসভা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৭ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আলী হোসেন রাসেল মোল্লা (৩০) ও তার স্ত্রী শান্তা বানু (২২)। তাদের বাড়ি উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েঁরহাট গ্রামে। আলী হোসেন রাসেল মোল্লা খায়েঁরহাট গ্রামের আলী আসব সাবান মোল্লার ছেলে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘আলী হোসেন রাসেল মোল্লা একটি সংঘর্ষের মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। তিনি গ্রেপ্তারের ভয়ে নিজ বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে স্বামী-স্ত্রী দুইজন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।