রুশ প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইট ডাউন

তাহানুল মারুফ
ফেব্রুয়ারি ২৭, ২০২২

Share Now

প্রবাহ ডেস্ক: শিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দফতর ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইট শনিবার (২৬ ফেব্রুয়ারি) ডাউন দেখা গেছে। ফলে এই সময়ের মধ্যে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।

রাশিয়ার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়াগুলোতে এমনিতেই সাইবার আক্রমণের খবর পাওয়া যাচ্ছিল। এরই মধ্যে খোদ রুশ প্রেসিডেন্টের ওয়েবসাইট ডাউনের খবর এলো।

এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় সামরিক বাহিনী কিয়েভ দখল ও তাকে উৎখাতে রাশিয়ার চেষ্টা প্রতিহত করেছে। আক্রমণ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আরও চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নতুন প্রকাশিত এক ভিডিয়োতে জেলেনস্কি অভিযোগ করেন, মস্কো তাকে উৎখাত করে ইউক্রেনকে একটি পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে।

অপর দিকে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর সামরিক অভিযানে ১৯ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৩ জন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে রুশ বাহিনীর আগ্রাসনে হতাহতের ঘটনাটি ঘটে বলে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দোনেতস্কের আঞ্চলিক প্রশাসনের বরাতে রাশিয়ার আক্রমণে বেসামরিক মানুষের হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্সও।

দোনেতস্কের আঞ্চলিক সিভিল-মিলিটারি প্রশাসনের প্রধান পাভেল কিরিলেঙ্কোর বরাতে ইন্টার ফ্যাক্স জানিয়েছে, শনিবার রাশিয়ার হামলার কারণে ১৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন।

গেল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর রাতে ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করে আক্রমণ শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে অন্যতম বড় আক্রমণের ঘটনা হিসেবে বলা হচ্ছে। ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে আনুমানিক এক লাখ বাসিন্দা এরই মধ্যে নিজেদের ঘরবাড়ি ছেড়ে গেছে। সংকটময় এমন পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ পর্যন্ত মানুষ ইউক্রেনে ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।

রুশ সৈন্যদের আক্রমণের মুখে পিছিয়ে নেই ইউক্রেনও। কিয়েভের দাবি, রাশিয়ার দুটি বড় পরিসরের সামরিক বিমান ভূপাতিত করেছে তারা। অপর দিকে ভূপাতিত করা এই বিমান দুটিতে ৩০০ জন পর্যন্ত রুশ সৈন্য অবস্থান করছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়া দ্য গার্ডিয়ান।