লালমনিরহাটে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

তাহানুল মারুফ
আগস্ট ২৯, ২০২১

Share Now

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে।

রোববার ভোরে উপজেলার বুড়িমারী বান্ধের মাথা সীমান্তের ৮৪৩ নং মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, সাগর (৩০) ও ইউনুস (২৬)। ইউনুস ওই ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল ইসলামের ছেলে বলে জানা গেলেও সাগরের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

জানা গেছে, ওই সীমান্ত দিয়ে রোববার ভোরে ভারতীয় গরু পারাপার করতে যায় বাংলাদেশী কয়েকজন গরু ব্যবসায়ী।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ করে গুলি করেন।

বিএসএফের গুলিতে সাগর এবং ইউনুস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেলেও অন্যরা পালিয়ে যায়। পরে বিএসএফ তাদের লাশ টেনে হিচড়ে ভারতের অভ্যান্তরে নিয়ে গেছে বলে জানা যায়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ও বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ তিস্তা ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ প্রবাহ/ টিএম