শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে হস্তক্ষেপ নয় : হাইকোর্ট

আফরিন মিম
মার্চ ৩০, ২০২২

Share Now

‘পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা সরকারের সিদ্ধান্ত। এ নিয়ে আমরা হস্তক্ষেপ করতে পারি না।’ এ সংক্রান্ত রিট শুনানির জন্য উপস্থাপন করলে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ বুধবার এ কথা বলেন। 

আদালতে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। 

রমজানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে ইউনুছ আলী আকন্দ গত ২৭ মার্চ রিট দায়ের করেন। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

এর আগে গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান মাসে ক্লাস চলবে। সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয় ওই আদেশে।