সরিষাবাড়ীতে কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার

তাহানুল মারুফ
অক্টোবর ১৮, ২০২১

Share Now

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আনুমানিক এক কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) রাতে গোপন সংবাদে উপজেলার মহাদান ইউনিয়নে অভিযান চালিয়ে পাথরটি উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলো- মহাদান ইউনিয়নের মৃত আরফান হোসেনের ছেলে আলতাফ হোসেন (৬০) ও পৌরসভার বাউসী গজারিয়া এলাকার মৃত আজম মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৫০)।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১২ কেজি ওজনের কষ্টি পাথরটির আনুমানিক মূল্য এক কোটি টাকা। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইন ও পুরাকীর্তি আইনে একটি মামলা করা হয়েছে।

কষ্টিপাথর উদ্ধারের সত্যতা স্বীকার করে জামালপুরের র‍্যাব-১৪ থেকে দৈনিক অধিকারকে জানানো হয়, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে- উদ্ধারকৃত পাথরটি কষ্টিপাথর। তারা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাথরটি নিজেদের কাছে রাখে। এ ছাড়া তারা পাথরের হস্তনির্মিত প্রত্নতাত্ত্বিক বস্তু দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিদেশে পাচার করে বলেও স্বীকার করেছে।