সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

তৌহিদুল ইসলাম
ডিসেম্বর ২২, ২০২১

Share Now

সাভারের একটি তৈরি পোশাক কারখানার ছাঁটাই ও অব্যাহতি দেওয়া শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী শ্রমিকরা।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড সংলগ্ন কর্ণপাড়া এলাকার প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল কারখানার প্রায় ৬০ জন শ্রমিক এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আইনগত বকেয়া পাওনা পরিশোধ না করে টালবাহানা করছেন। এমনকি কর্তৃপক্ষ জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে শ্রমিকদের বকেয়া না দিয়ে দীর্ঘ দিন ধরে টালবাহানা করছেন। তাই পাওনা পরিশোধের দাবিতে এই কর্মসূচি পালন করছি।

ভুক্তভোগী শ্রমিক রোজিনা বলেন, আমাদের জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বকেয়া পাওনা পরিশোধ করেনি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কেউ যোগাযোগ করেনি। বরং আমাদের গালিগালাজ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

অপর শ্রমিক রফিকুল ইসলাম বলেন, আমাদের হঠাৎ করেই কর্তৃপক্ষ কৌশলে ছাঁটাই করেছেন। কিন্তু তারা আইন মেনে পাওনাদি পরিশোধ করেননি। এই মুহূর্তে আমরা অনিশ্চয়তায় ভুগছি। এখন আমরা চাকরিও পাচ্ছি না। অমানবিক জীবন-যাপন করছি। আমরা বাসা ভাড়া দিতে পারছি না।

কারখানার অ্যাডমিন ম্যানেজার মনিরুল ইসলাম মনির ঢাকা পোস্টকে বলেন, আমাদের ৪৩ জন শ্রমিকের একটি তালিকা রয়েছে। যাদের ছাঁটাই করা হয়নি। তারা অব্যাহতি নিয়েছেন। তাদের মধ্যে ২০-২২ জন শ্রমিক এসেছিলেন। তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানুয়ারি মাসের ২০ তারিখে এসে পাওনা টাকা নিয়ে যাবেন।