সিলেটের বিপক্ষে খুলনার সংগ্রহ ১১৩

তাহানুল মারুফ
ফেব্রুয়ারি ৮, ২০২৩

Share Now

চলতি বিপিএলে সাতটি দলের মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্স খুলনা টাইগার্সের। দলটি এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে জয় পেয়েছে কেবল দুটিতে। ৪ পয়েন্ট নিয়ে তালিকার তলানির দলের নামও খুলনা।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আরেকটি অসহায় দিন পার করছে দলটি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মিরপুরে আজ টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি দলটি।

চলতি বিপিএলের শীর্ষে থাকা সিলেট আরেকটি জয়ের লক্ষ্যেই খুলনার বিপক্ষে আজ মাঠে নেমেছে। দলটি খুলনার বিপক্ষে জিতলেই ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বা অন্ততপক্ষে সেরা দুইয়ে থাকতে পারবে নিশ্চিত।

আরেকটি জয়ের জন্যই খুলনাকে শুরু থেকে দারুণ চাপে রেখেছে দলটি। টসে জিতে আগে ব্যাটিং করা খুলনার প্রথম পাওয়ারপ্লেতে ৩ উইকেট তুলে নেয় সিলেট। তাও মাত্র ২১ রানের মধ্যে। দ্রুত উইকেট হারিয়ে ফেলা খুলনা পুরো ম্যাচেই আর কামব্যাক করতে পারেনি।

খুলনার পক্ষে মাহমুদুল হাসান জয় ৪১ এবং নাহিদুল ইসলাম ২২ রান করার সুবাদে দলটি একশ পেরিয়ে মোটামুটি সম্মানজনক একটা স্কোর গড়ে। এই দুই ব্যাটসম্যান ছাড়া খুলনার পক্ষে আর ডাবল ডিজিটে পৌঁছান ইয়াসির আলী চৌধুরি, করতে পারেন মাত্র ১২ রান।সিলেট স্ট্রাইকার্সের পক্ষে তানজিম সাকিব ২২ রানের বিনিময়ে ৩ উইকেট পান। এছাড়াও ইমাদ ওয়াশিম মাত্র ১০ রানে ২ উইকেট নেন। এছাড়াও রুবেল ২ উইকেট নেন ২৪ রানের বিনিময়ে।