সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ মৃত্যু

তাহানুল মারুফ
সেপ্টেম্বর ১, ২০২১

Share Now

সিলেট ব্যুরো :

সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্তের হার নিম্নমুখী থাকলেও প্রতিদিন মৃত্যু সংখ্যা উদ্বেগজনক রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৬ জন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর দুইজন মারা গেছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় এক হাজার ৭৫ জন মারা গেলেন। সিলেট জেলায় সর্বোচ্চ ৭৮৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্তের হার অবশ্য এক দশমিক ৩২ শতাংশ বেড়েছে। এই সময়ে ৮৭২ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ দিন করোনা শনাক্তের হার ১০ দশমিক ২১ শতাংশ। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এতথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় করোনা শনাক্তের হার সর্বোচ্চ ১৭ দশমিক ৮২ শতাংশ। এ ছাড়া হবিগঞ্জে ১০ দশমিক ৫৩ শতাংশ, সিলেট জেলায় ৯ দশমিক ৪৪ শতাংশ ও সুনামগঞ্জে ৬ দশমিক ৭৬ শতাংশ। এ দিন সিলেট জেলায় সর্বোচ্চ ৫০ জন, মৌলভীবাজারে ১৮ জন, সুনামগঞ্জে ৫ জন ও হবিগঞ্জে ২ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বুধবার সকাল ৮টা পর্যন্ত ওসমানী হাসপাতালের করোনা ইউনিটে ১৯০ জন ভর্তি ছিলেন। এদের মধ্যে ৯ জন আইসিইউতে, ১২৭ জন উপসর্গ নিয়ে ও ৫৪ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন আছেন। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৬ জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন; যাদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ২২৬ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ১৯ জন করোনা আক্রান্তকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখন পর্যন্ত সবমিলে সিলেট বিভাগে ৫২ হাজার ৯৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যার মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘন্টায় ৩২০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন।