সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে বাংলায়

তাহানুল মারুফ
ফেব্রুয়ারি ১, ২০২৩

Share Now

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওয়েবসাইট উদ্বোধন করেন।

আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট তথ্যবহুল, জনমুখী ও জনবান্ধব ওয়েব পোর্টাল। দেশের আপামর জনসাধারণ, বিচারপ্রার্থী, আইনজীবী, আইনের শিক্ষার্থী, গবেষকসহ দেশ-দেশের বাইরের যে কোন ব্যক্তি ওয়েবসাইট থেকে সুপ্রিম কোর্টের মামলা সংক্রান্ত তথ্য ও অন্যান্য তথ্য পেতে পারেন।

তিনি বলেন, বাংলা সংস্করণ না থাকায় অনেকেরই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে বেগ পেতে হতো। এখন থেকে একজন ব্যবহারকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি তার সুবিধামতো বাংলা ও ইংরেজি উভয় সংস্করণ ব্যবহার করতে পারবেন।