স্যোশাল মিডিয়ায় গানের আয়ের অর্থ পেলেন আইয়ুব বাচ্চুর পরিবার

সংবাদ ডেস্ক
অক্টোবর ১৩, ২০২১

Share Now

গান সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার পর সেখান থেকে উপার্জিত অর্থ প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর পরিবারকে দিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস।

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে প্রয়াত এই শিল্পীর পরিবারকে ৫ হাজার ডলার (৪ লাখ ২৮ হাজার টাকা) রয়্যালিটি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার কপিরাইট অফিস আয়োজিত এক অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌসী চন্দনার হাতে চেক তুলে দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

বাংলাদেশ ব্যান্ড মিউজিকের নন্দিত শিল্পী আইয়ুব বাচ্চু। তিনিই ছিলেন ডিজিটাল পদ্ধতিতে কপিরাইট রেজিস্ট্রেশনের প্রথম আবেদনকারী।

এ উদ্যোগের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্ব স্ব স্বার্থ সুরক্ষায় সচেষ্ট হবেন বলে আশা করি। এ জন্য সরকারি উদ্যোগ গ্রহণের লক্ষ্যে একটি প্রকল্প অনুমোদনের চেষ্টা করছি।

অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌসী চন্দনা বলেন, ‘আমাদের গানগুলো অনেক জায়গায় অন্যায়ভাবে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করা হয়েছিল। কিন্তু আমরা কোনও রয়্যালিটি পাইনি। এবার কপিরাইট অফিস আমাদের কপিরাইট করা গানগুলোর ডিজিটালভাবে অর্জিত অর্থ দিলো।