হজযাত্রীদের জন্য ৩ প্যাকেজ ঘোষণা, খরচ পড়বে যত

মোঃ আশিকুর রহমান
মে ১১, ২০২২

Share Now

২০২২ সালের হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এরমধ্যে সরকারি দুটি এবং বেসরকারি প্যাকেজ একটি।

বুধবার (১১ মে) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে এসব প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, প্যাকেজ-১ এ হজযাত্রীদের খরচ পড়বে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। প্যাকেজ-২ এ হজযাত্রীদের খরচ হবে সবচেয়ে কম ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এছাড়া একমাত্র বেসরকারি প্যাকেজে খরচ পড়বে ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই। দ্বি-পাক্ষিক হজচুক্তি অনুযায়ী এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন অর্থাৎ মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করতে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন। এবার প্যাকেজ-১ এর দাম বেড়েছে ১ লাখ ২ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর দাম বেড়েছে ১ লাখ ২ হাজার ১৫০ টাকা।

প্যাকেজের দাম বৃদ্ধির কারণ হিসেবে ফরিদুল হক বলেন, সৌদি রিয়ালের বিনিময় হার বৃদ্ধি, সৌদিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ, সার্ভিস চার্জ, মোয়াচ্ছাছার খরচ দ্বিগুণ বৃদ্ধি এবং বাড়ি ভাড়া বেড়েছে।