হজের প্রস্তুতি পরিদর্শন করলেন রাষ্ট্রদূত

তৌহিদুল ইসলাম
জুলাই ২, ২০২২

Share Now

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পবিত্র হজের শেষ পর্যায়ের প্রস্তুতি দেখার জন্য আরাফা ময়দান ও মিনায় অবস্থিত হজ ক্যাম্প পরিদর্শন করেছেন।

শ‌নিবার (২ জুলাই) রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এ তথ্য জানায়।

ADVERTISEMENT

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত মিনায় হজ বিষয়ে দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কমিটি প্রধান মোহাম্মদ আহমাদ হাফেজের সঙ্গে হজ প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন। এছাড়া রাষ্ট্রদূত মক্কায় হজ অফিসে দায়িত্বপ্রাপ্তদের নিয়ে মতবিনিময় করেন ও দিক নির্দেশনা দেবেন।

আরও পড়ুন>> সৌদি আরব পৌঁছেছেন ৫০২১৮ জন হজযাত্রী

এ সময় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, হজ কাউন্সেলরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT

রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আসা হাজযাত্রীদের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

রিয়া‌দের বাংলা‌দেশ দূতা‌বাসের তথ্য বল‌ছে, এ বছর প্রায় ৫৮ হাজার বাংলাদেশি পবিত্র হজে অংশ নিচ্ছেন।