হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে সাবধান

মোঃ আশিকুর রহমান
মে ১৬, ২০২৩

Share Now

সময়ের সঙ্গে দিন দিন বাড়ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টেক্সট, কল এমন কী ভিডিও কলের মাধ্যমে প্রতারণার সংখ্যা। এমন পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপে নিরাপদে থাকা নিয়েই চিন্তিত ব্যবহারকারীরা।

সম্প্রতি এক নতুন ধরণের প্রতারণার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোনও অচেনা, বিদেশি নম্বর থেকে হঠাৎ মিসড কল আসছে ফোনে। বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যরাত বা ভোররাতে এই কলগুলো আসে। নম্বরগুলো সাধারণ, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের।

রাতে এভাবে হঠাৎ ফোন দেখে অনেকে কল ব্যাক করছেন। আর তাতেই প্রতারণার ফাঁদে পড়ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এমন পরিস্থিতি আপনার কী করা উচিত?

সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। তাতে ডেভেলপাররা জানিয়েছেন, এমন স্প্যাম কলের ক্ষেত্রে সবার আগে তা রিপোর্ট করতে হবে ব্যবহারকারীদের। আর তারপর সেই নম্বর ব্লক করে দিতে হবে।

হোয়াটসঅ্যাপে কোনও লিঙ্ক এলেও তাতে ক্লিক না করাই ভালো। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে KYC আপডেট, লটারিতে টাকা/উপহার জেতা ইত্যাদি নানা ফরম্যাটে মেসেজ আসছে ব্যবহারকারীদের কাছে। সেখানে লিঙ্ক দিয়ে তাতে ক্লিক করতে বলা হচ্ছে।

এমন কোনও মেসেজ এলে তাতে ক্লিক করলেই বিপদ। যদি আপনার পরিচিত কেউ সেটি ফরোয়ার্ড করে থাকেন, সেক্ষেত্রে তাকে সাবধান করে দিন।