১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন ১০টা থেকে সাড়ে ৩টা

তাহানুল মারুফ
নভেম্বর ৩, ২০২২

Share Now

সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি ঘোষণার পর এবার ব্যাংক লেনদেনের নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। বৃহস্পতিবার নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে। আর শেষ হবে বেলা সাড়ে ৩টায়।

পাশাপাশি লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করতে হবে বিকাল ৫টার মধ্যে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ২৪ আগস্ট ব্যাংকের লেনদেনের সময় ঠিক করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের সার্বিক অফিস কার্যক্রমের নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।