সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা দাম ১২৯ টাকা : বাণিজ্য মন্ত্রণালয়

তৌহিদুল ইসলাম
সেপ্টেম্বর ৫, ২০২১

Share Now

দেশে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভোজ্যতেলের দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ রোববার বাণিজ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক থেকে এ দাম নির্ধারণ করে দেয়া হয়। এসময় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দেশের বাজারে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের সর্বোচ্চ খুচরা মূল্য জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এখন থেকে খোলা এক লিটার সয়াবিন তেলে সর্বোচ্চ খুচরা দাম হবে ১২৯ টাকা। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি করা যাবে ১৫৩ টাকায়। এছাড়া পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি করতে হবে ৭২৮ টাকার মধ্যে।

পাশাপাশি খোলা পাম সুপার তেলের এক লিটারের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষ অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় নিয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত মে মাসে সয়াবিন তেলের যে দাম ঠিক করা হয়েছিল এবার সেটিই পুনর্বহাল করা হয়েছে।