গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট তোফাজ্জল হোসেন নামে এক ডিম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে শ্রীপুর পৌর শহরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল (২৫) শ্রীপুর পৌর শহরের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ডিম ব্যবসায়ী তোফাজ্জল ডিম বহনের জন্য ব্যবহৃত ব্যাটারি চালিত গাড়িটি রাতে চার্জে দিয়েছিলেন। এরপর ঐ রাতে চার্জার থেকে ডিমের গাড়িটি খুলতে গেলে তোফাজ্জল লাইনের সকেটের সাথে জড়িয়ে যান। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে মৃত বলে ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ বিষয়ে এখনো থানা পুলিশকে কেউ অবহিত করেনি।