রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে জ্বালানী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তেল পাম্পে তেল গ্রহীতাদের ভিড় দেখা গেছে। তেল কিনতে এসে গ্রাহক ও পাম্প কতৃপক্ষের মাঝে বাগ্‌বিতন্ডার ঘটনাও ঘটেছে।

তেলের দাম অতিমাত্রায় বৃদ্ধির কারণে গ্রাহকদের মাঝে ক্ষোভ দেখা যায়। হঠাৎ তেলের দাম বাড়ার কারণে হতাশা প্রকাশ করছেন সাধারণ জনগণ।

ডিজেলের দাম প্রতিলিটারে ২৯ টাকা বাড়ানোর কারণে ডিজেল চালিত যানবাহন চালক ও সেচ কাজে ব্যবহৃত চাষিরা চরম বিপাকে পড়েছেন। গ্রাহকরা সরকারের এ অমানবিক আচরণে ক্ষুব্ধ হয়েছেন।

শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের পুনর্নির্ধারিত দাম কার্যকর হয়েছে। ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, লিটারপ্রতি অকটেন ১৩৫ টাকা ও লিটারপ্রতি পেট্রোল ১৩০ টাকা করা হয়। এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা প্রতি লিটার ও পেট্রোল ৮৬ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছিলো।