জার্নাল ডেস্ক : চট্টগ্রামে গত একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। শুক্রবার (৩১ ডিসেম্বর) জেলায় ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

তিনি বলেন, চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। অপর একজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৭১ জন। বাকি ২৮ হাজার ৩৭১ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।