হিমালয়ের কোল ঘেঁষা দেশের সর্বোত্তরের পঞ্চগড় জেলা। এ জেলায় শীত আসে খুবই তাড়াতাড়ি আর শীত যায় শেষে। এবারও বেশ আগে শীতের আগমনী হয়েছে। বিগত কয়েকদিন থেকে তাপমাত্রা ক্রমশই কমছে।উত্তরের হিমেল বাতাসের কারণে বাড়ছে শীত আর কমছে তাপমাত্রাও।

শনিবার ( ৬ নভেম্বর ) সকাল ৯ টায় আবহাওয়া অফিস জানায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়ার পরিবর্তনের কারণে এ জেলায় শীতের পরিধি অনেক বেশি। তবে চলমান শীতের অঞ্চলে দিনের বেলা রোদ দেখা মিললেও বিকেল থেকেই শুরু হয় হিমেল বাতাস। বাতাসের ঠাণ্ডা পরিবেশ চলতে থাকে আর রাতের বেলা কুয়াশায় ঢেকে যায় সবকিছু। ভোর থেকে সকাল আটটা পর্যন্ত কুয়াশা ঘিরে রাখে কয়েক ঘণ্টা।

এদিকে জেলা শহরের কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা যায়, আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি,কাশি,ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগীর ভিড় বাড়ছে। তবে শিশু ও বয়স্করা বেশ বিপাকে পড়ছেন, আবার কেউবা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্‌ বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।