তালেবান শাসনে থাকা আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমান্বয়ে উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। ভারতে প্রশিক্ষণ পাওয়া আফগান সশস্ত্র বাহিনীর একটি দল গত শুক্রবার দেশে ফিরে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে, তাতে দুই দেশের সম্পর্ক উন্নয়নের চিত্র আবারও ফুটে উঠেছে। 

কাবুলে ফেরা আফগান সশস্ত্র বাহিনীর ২৫ জন ক্যাডেট দেরাদুন মিলিটারি একাডেমিতে (আইএমএ) সফল প্রশিক্ষণ শেষ করে গত ১১ জুন। কিন্তু তাদের দেশে ফেরার বিষয়টি ঝুলে ছিল। কারণ দলটি ভারতে প্রশিক্ষণে গিয়েছিল তালেবান ক্ষমতায় আসার আগে। সেই সময় তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের প্রশিক্ষণে পাঠানো হয়।

তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিৃবতিতে বলা হয়েছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ২৫ জুন কাবুলের ভারতীয় দূতাবাসে চিঠি দিয়ে সেনা ক্যাডেটের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আগ্রহ প্রকাশ করা হয়। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রশিক্ষণপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে আলোচনা হয়। এরই পরিপ্রক্ষিতে দেশে নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা পাওয়ার পর কাবুলে ফেরেন ক্যাডেটরা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার দেশটির নিরাপত্তায় প্রশিক্ষিত ক্যাডেটদের দক্ষতা ব্যবহারে আগ্রহী। গত বছর তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর অস্তিত্ব আর না থাকায় ভবিষ্যতে সামরিক ক্যাডেটদের জন্য এই ধরনের প্রশিক্ষণের সুযোগ ছিল না।