আইপিএলে পরের মৌসুমেও কি খেলবেন ধোনি?

মোঃ আশিকুর রহমান
মে ২৪, ২০২৩

Share Now

আইপিএলে গত মৌসুমের শুরুতে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে ধোনির নেতৃত্বের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছিল চেন্নাই সুপার কিংস। সেবার পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থেকে আসর শেষ করেছিল চারবারের চ্যাম্পিয়ন সিএসকে ফ্রাঞ্চাইজি।

তবে চলতি মৌসুমে ধোনির নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই। প্রথম কোয়ালিফায়ারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে ১৬ আসরের মধ্যে ১০ বারই ফাইনালে জায়গা করে নিয়েছে চেন্নাই।

এদিকে এবারের আইপিএল মৌসুম শুরুর আগে থেকেই ধোনির বিদায়ের সুরটা যেন ভেসে বেড়াচ্ছিল। বেশ কয়েকটি ম্যাচে প্রতিপক্ষের মাঠে ধোনিকে তো রীতিমতো বিদায় সংবর্ধনাই দেওয়া হয়েছে। তবে ধোনি নিজে জানিয়েছেন, এটাই তার শেষ আইপিএল কি না, সে ব্যাপারে আগামী ডিসেম্বরে আইপিএলের নিলাম শুরুর আগে সিদ্ধান্ত নেবেন তিনি।

গুজরাটের বিপক্ষে ম্যাচ শেষে টেলিভিশন ধারাভাষ্যকার হার্শা ভোগলে ধোনিকে জিজ্ঞাসা করেন, চেন্নাইয়ে তিনি শেষ ম্যাচটি খেলে ফেললেন কি না! তার উত্তর, ‘আমি ঠিক জানি না। আমার হাতে এখনো সাত-আট মাস আছে সিদ্ধান্ত নেওয়ার।’

তাহলে নিজের ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা ধোনি কবে নেবেন? চেন্নাই অধিনায়ক বলেছেন, ‘ডিসেম্বরে আইপিএলের একটা ছোট নিলাম হবে। তাই এখনই এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমার হাতে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সময় আছে।’