আইপিএলে ফিরেই দুর্দান্ত বোলিং, যা বললেন মুস্তাফিজ

মোঃ আশিকুর রহমান
এপ্রিল ৯, ২০২৪

Share Now

৪ ওভারে ২২ রানে ২ উইকেট। এর মধ্যে ‘ডট’ ১৬টি ডেলিভারি। বাকি ৮টি ডেলিভারিতে দিয়েছেন এই ২২ রান। চারের মার হজম করতে হয়েছে মাত্র তিনটি।

মোস্তাফিজুর রহমানের আইপিএলে ফেরাটা তাই ভালোই হলো। চেন্নাই সুপার কিংস একাদশে ফিরেই আলো ছড়ান মোস্তাফিজুর রহমান। 

দুর্দান্ত বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলের মতো ব্যাটারকেও নাকানি চুবানি খাওয়ালেন, আউট করলেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ারকেও।

চলমান আইপিএলেও বল হাতে দারুণ শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ৩ ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন ৭ উইকেট। এরপর ভিসার কাজ থাকায় দেশে ফিরে আসতে হয় টাইগার এই পেসারকে। ফলে দলের হয়ে চতুর্থ ম্যাচ মিস করেন মুস্তাফিজ। 

এরপর কাজ শেষ করে গেল রোববার রাতেই চেন্নাই শিবিরে যোগদান করেন তিনি। 

মাঠে ফিরেই জয় দিয়ে শুরু করতে পেরে খুশি মুস্তাফিজও। নিজের পারফরম্যান্স নিয়ে ফেসবুক পোস্টে মুস্তাফিজ বলেন, ‘আবারও ফিরতে পেরে ভালো লাগছে। জয় দিয়ে পুনরায় শুরুটা করতে পারা অসাধারণ। এটা ছিল দলগত নৈপুণ্য এবং আমি আমার পারফরম্যান্সে খুশি। সবার সমর্থনের জন্য ধন্যবাদ। দৃষ্টি এখন সামনের দিকে।’

সোমবার মুস্তাফিজের চূড়ায় ওঠার দিনে হেসেখেলে জয় পায় চেন্নাই। অন্যদিকে জয়ের হ্যাটট্রিকে আসর শুরুর পর প্রথম হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স।