আইপিএল : কোন পুরস্কার উঠল কার হাতে

মোঃ আশিকুর রহমান
মে ৩০, ২০২৩

Share Now

দীর্ঘ দুই মাসের লড়াই শেষে চেন্নাই সুপার কিংসের শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। আসরের ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ম্যাচে পাঁচ উইকেটে জয় পেয়েছে চেন্নাই। এ জয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সমান রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছে এম এস ধোনির দল।

এদিকে সদ্য সমাপ্ত আইপিএল মানেই যেন পুরস্কারের ছড়াছড়ি। পুরস্কারের টাকার অঙ্কটাও অত্যন্ত লোভনীয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের যজ্ঞ শেষে কে কোন পুরস্কার পেলেন, কার হাতে উঠল কত টাকা; তা নিয়েও আগ্রহের কমতি নেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে।

এবারের আইপিএলে মোট প্রাইজমানির পরিমাণ ছিল ৪৬ দশমিক ৫ কোটি রুপি। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পেয়েছে ২০ কোটি রুপি অর্থাৎ প্রায় ২৬ কোটি টাকা। এরপর সাড়ে ১২ কোটি রুপি অর্থাৎ প্রায় ১৭ কোটি টাকা পেয়েছে রানার্স-আপ দল। তিনে থাকা মুম্বাই ৭ কোটি রুপি বা প্রায় ৯ কোটি টাকা। আর শীর্ষ চারে থাকা লখনৌ সুপার জায়ান্ট পেয়েছে ৬ দশমিক ৫ কোটি রুপি অর্থাৎ ৮ কোটি টাকা।

শেষ চারে উঠতে ব্যর্থ দলগুলো কোনো টাকা-পুরস্কার না পেলেও ব্যক্তিগত পুরস্কারের ছড়াছড়ি খেলোয়াড়দের মধ্যে।

একনজরে দেখে নেওয়া যাক, আইপিএল ফাইনাল শেষে কে কোন পুরস্কার পেলেন :

স্ট্রাইকার অব দ্য ম্যাচ : আজিঙ্কা রাহানে (১ লাখ রুপি)

গেম চেঞ্জার অব দ্য ম্যাচ : সাই সুদর্শন (১ লাখ রুপি)

মোস্ট ভেল্যুয়েবল এসেট অব দ্য ম্যাচ : সাই সুদর্শন (১ লাখ রুপি)

ক্যাচ অব দ্য ম্যাচ : মহেন্দ্র সিং ধোনি (১ লাখ রুপি)

প্লেয়ার অব দ্য ম্যাচ : ডেভন কনওয়ে (৫ লাখ রুপি)

ইমার্জিং প্লেয়ার : যশস্বী জসওয়াল (১০ লাখ রুপি)

স্ট্রাইকার অব আইপিএল ২০২৩ : গ্লেন ম্যাক্সওয়েল (১০ লাখ রুপি)

গেম চেঞ্জার অব আইপিএল ২০২৩ : শুভমান গিল (১০ লাখ রুপি)

মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার : শুভমান গিল (১০ লাখ রুপি)

লঙ্গেস্ট সিক্স অব আইপিএল ২০২৩ : ফাফ ডু প্লেসি (১০ লাখ রুপি)

ক্যাচ অব দ্য সিজন : রশিদ খান (১০ লাখ রুপি)

ফেয়ার প্লে এওয়ার্ড : দিল্লি ক্যাপিটালস (ট্রফি)

অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান) : শুভমান গিল

পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট-শিকারি) : মোহাম্মদ শামি

সেরা পিচ ও মাঠ : ইডেন গার্ডেনস ও ওয়াংখেড়ে স্টেডিয়াম (৫০ লাখ রুপি)

রানার-আপ : গুজরাট টাইটানস (সাড়ে ১২ কোটি রুপি)

চ্যাম্পিয়ন : চেন্নাই সুপার কিংস (২০ কোটি রুপি)