এক কাতলের দাম ২৭ হাজার টাকা

তাহানুল মারুফ
অক্টোবর ২৬, ২০২১

Share Now

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি  করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে ইছহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে ইছহাক হালদার সকাল ৭টার দিকে কাতল মাছটি বিক্রির জন্য সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে শাকিল-সোহান মৎস্য আড়তে যান। 

ওই আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ এক হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার কাশিমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করে দেন।

আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি জেলে ইছহাক হালদারের কাছ থেকে এক হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নিই। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার কাশিমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে কাতলটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করে দিই।

জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান যুগান্তরকে বলেন, পদ্মায় পানি কমতে শুরু করার কারণে এখন নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে।