এবার বিপিএলের দামামা সিলেটে, টিকিট কিনবেন যেভাবে

তাহানুল মারুফ
জানুয়ারি ২৫, ২০২৩

Share Now

ঢাকা- চট্টগ্রাম- ঢাকা। ঢাকা পেরিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করে আবার ঢাকা। রাজধানীতে দ্বিতীয় পর্ব শেষ বিপিএলের নবম আসর এবার চায়ের দেশ সিলেটে। আগামী শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে বিপিএলের সিলেট পর্ব শুরু হবে। ইতোমধ্যে সিলেট পৌছেছে সব গুলো দলও।

এজন্য সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহুর্তের প্রস্ততি। ভ্যানু ১ এ খেলা হলেও ভ্যানু ২ ব্যবহৃত হবে প্র‍্যাক্টিস গ্রাউন্ড হিসেবে।

এদিকে সিলেটের উইকেট নিয়ে ছিল সমালোচনা, তবে বিপিএলকে ঘিরে উইকেটে দেয়া হয়েছে বাড়তি মনোযোগ এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা। মাঠের উইকেটে কাজ চলছে জোরদার ভাবেই। কাজ চলছে গ্রীন গ্যালারী, ফ্লাড লাইট আর অন্যান্য সেক্টরেও।

দিবা রাত্রির খেলায় ২২ হাজার ধারন ক্ষমতার স্টেডিয়ামটিতে টিকেট মূল্য রাখা হয়েছে সর্বনিম্ন ২০০ আর সর্বোচ্চ ১৫০০ টাকার। আগামীকাল থেকেই স্টেডিয়ামের টিকেট কাউন্টারে পাওয়া যাবে বিপিএলের টিকেট গুলো।

একনজরে সিলেট পর্বের টিকিটের মূল্য-

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
ইস্টার্ন গ্যালারি- ৩০০ টাকা
ওয়েস্টার্ন গ্যালারি – ২০০ টাকা
গ্রিন হিল এরিয়া-২০০ টাকা

করোনার কারনে গত কয়েকবছর দর্শক বঞ্চিত ছিল বিপিএলের ম্যাচ গুলো। তবে এবার দর্শকে প্রানবন্ত হয়ে উঠবে সিলেটে অনুষ্ঠিত ৮ টি ম্যাচ এমনটাই মনে করছেন সিলেটের ক্রীড়ামোদী দর্শকেরা।

একনজরে সিলেট পর্বের সূচি-

২৭ জানুয়ারি রংপুর-সিলেট বেলা ২-৩০ মি.
২৭ জানুয়ারি চট্টগ্রাম–বরিশাল সন্ধ্যা ৭-১৫ মি.
২৮ জানুয়ারি কুমিল্লা-খুলনা বেলা ২টা
২৮ জানুয়ারি চট্টগ্রাম–সিলেট সন্ধ্যা ৭টা
৩০ জানুয়ারি ঢাকা-রংপুর বেলা ২টা
৩০ জানুয়ারি খুলনা–সিলেট সন্ধ্যা ৭টা
৩১ জানুয়ারি ঢাকা-বরিশাল বেলা ২টা
৩১ জানুয়ারি কুমিল্লা–খুলনা সন্ধ্যা ৭টা