খিলক্ষেত থেকে চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

তৌহিদুল ইসলাম
অক্টোবর ১৭, ২০২১

Share Now

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার একটি বাসা থেকে জয়দেব কুমার দাস (২৫) নামে এক চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাতে নিকুঞ্জ-২-এর ১৫ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ জানান, নিকুঞ্জ-২-এর ওই আবাসিক ভবনের ৮ তলায় ফ্ল্যাটের একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। এরপর রাতেই ওই বাসায় গিয়ে রুমের দরজা ভেঙে খাটে পড়ে থাকা জয়দেব কুমার দাস নামে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সিআইডির ক্রাইম সিনও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

তিনি জানান, ওই চিকিৎসকের বাড়ি দিনাজপুর পার্বতীপুর উপজেলায়। সিলেট ওসমানি মেডিকেল থেকে সদ্য ডাক্তারি পাস করেছেন তিনি। ৪-৫ দিন আগে তিনিসহ আরেকজন চিকিৎসক ওই বাসায় ভাড়া উঠেছিলেন। অপরজন পূজার ছুটিতে বাড়ি যাওয়ায় ফ্ল্যাটে একাই ছিলেন জয়দেব। তার বাম হাতে ক্যানোলা ও ডান হাতে সিরিঞ্জ ছিল। তিনদিন আগে দেবাশীষ বাসায় প্রবেশ করেছেন। এরপর আর বের হননি। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।