খুলনার তিন হাসপাতালে ৭ জনের মৃত্যু

তাহানুল মারুফ
আগস্ট ১১, ২০২১

Share Now

খুলনা জেলা প্রতিনিধি

খুলনার তিন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ৭ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ জন ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার বটিয়াঘাটার রাবেয়া (৫০), একই এলাকার আকরাম হোসেন (৭০), বাগেরহাট চিতলমারীর মোবারক শেখ (৯০) এবং ঝালকাটির রাজাপুরের হাসান আলী (৭৫)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার দৌলতপুর কারিকরপাড়ার মোমেনা বেগম (৫২) ও একই এলাকার দেয়ানার ফজলুর রহমান (৯০)। আইসিইউতে রয়েছেন ৮ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তি হলেন- খুলনার শামসুর রহমান রোডের আব্দুল মতিন তরফদারের ছেলে তরফদার আব্দুল মোতালেব (৫৫)। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৫০ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।